• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বরিশাল জিলা স্কুলের শিক্ষার্থীদের সংগঠন: নেতৃত্বে তৌসিফ-রাফি

দখিনের সময়
প্রকাশিত জুন ১৭, ২০২৫, ২১:৫৭ অপরাহ্ণ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বরিশাল জিলা স্কুলের শিক্ষার্থীদের সংগঠন: নেতৃত্বে তৌসিফ-রাফি

রাফি-তৌসিফ

সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক:

বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বরিশাল জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয়েছে নতুন একটি সংগঠন— “বরিশাল জিলা স্কুল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, বরিশাল বিশ্ববিদ্যালয়”। সোমবার (১৬ জুন) আনুষ্ঠানিকভাবে  সংগঠনটির আহ্বায়ক কমিটির আত্মপ্রকাশ করা হয়।

দুই সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক নির্বাচিত হয়েছেন তৌসিফ আলম খান, এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন মোঃ ইত্তেসাফ-আর-রাফি। তারা দীর্ঘদিন ধরে নানা সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে যুক্ত ।
সংগঠনটির উপদেষ্টা মোঃ রেজা শরীফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রসঙ্গত, মোঃ রেজা শরীফ বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের  প্রতিষ্ঠাকালীন কমিটির সভাপতি। উপদেষ্টা পরিষদে আরও  রয়েছেন  মোঃ সিফাত-উল-আলম এবং খন্দকার সিরাজুল সালেকিন।

বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বরিশাল জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং নবীন শিক্ষার্থীদের সহায়তা প্রদান এ সংগঠনের মূল লক্ষ্য । একইসঙ্গে সমাজ সচেতনতামূলক, শিক্ষামূলক এবং মানবিক কর্মকাণ্ডেও ভূমিকা রাখার অঙ্গীকার করেছে নতুন নেতৃত্ব।