বরগুনার আমতলী উপজেলায় মাছ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞাকালীন বরাদ্দের চাল না পাওয়ায় ক্ষুব্ধ জেলেরা বিক্ষোভ করেছেন। সোমবার (২০ অক্টোবর) দুপুরে চাওড়া ইউনিয়নের শতাধিক জেলে উপজেলা পরিষদ চত্বরে এ বিক্ষোভে অংশ নেন। পরে তারা উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান-এর কাছে একটি লিখিত অভিযোগ জমা দেন।
অভিযোগে জেলেরা জানান, গত ১৪ অক্টোবর ঘটখালী ইউনিয়ন পরিষদে ৬০২ জন কার্ডধারী জেলের জন্য চাল বরাদ্দ দেওয়া হলেও আনুমানিক ৩০০–৩৫০ জন চাল পাননি। তাদের নামে ভুয়া স্বাক্ষর ও টিপসই ব্যবহার করে চাল আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। এতে অনেক পরিবার বর্তমানে অর্ধাহারে দিন কাটাচ্ছেন বলে উল্লেখ করা হয়।
অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল মিয়াকে, সদস্য হিসেবে রয়েছেন মেরিন ফিসারিজ অফিসার মো. অলিউর রহমান ও উপজেলা ফেসিলিটেটর মো. মাইনুল ইসলাম। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ইউএনও রোকনুজ্জামান খান জানান, “অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে; প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”