• ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীকে বেঁধে নির্যাতন

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ২২, ২০২৫, ১৮:২৭ অপরাহ্ণ
চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীকে বেঁধে নির্যাতন
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
কুমিল্লার চৌদ্দগ্রামে অনৈতিক সম্পর্কের অভিযোগে এক প্রবাসীর স্ত্রীকে প্রকাশ্যে বেধে মারধর করেছেন স্থানীয় ইউপি সদস্য বজলুর রশিদ। এ ঘটনার ২ মিনিট ৫৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। অভিযুক্ত বজলুর রশিদ শ্রীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন যুবলীগের সহসভাপতি।
ঘটনাটি ঘটে গত ১৬ অক্টোবর রাতে উপজেলার শ্রীপুর ইউনিয়নের গোপালনগর গ্রামে। ভিডিও ফুটেজে দেখা যায়, এক নারীকে রশি দিয়ে বেঁধে লাঠিপেটা করছেন ইউপি সদস্য বজলুর রশিদ, পাশে বাঁধা অবস্থায় আছেন এক পুরুষ। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাসীর স্ত্রী ওই নারীকে মারধরের পর তার স্বামীর কাছ থেকে তালাক নিয়ে পার্শ্ববর্তী গ্রামের বিল্লাল মিয়ার সঙ্গে জোরপূর্বক বিয়ে দেওয়া হয়। বজলুর রশিদ দাবি করেন, “নারীটি আমার ভাতিজার স্ত্রী, তার অনৈতিক সম্পর্কের কারণে গ্রামবাসীর উপস্থিতিতে আমি কেবল কয়েকটি আঘাত করি এবং স্থানীয়ভাবে সালিসের মাধ্যমে তাদের বিয়ে দেওয়া হয়।”
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ বলেন, “ইউপি সদস্য কর্তৃক প্রবাসীর স্ত্রীকে নির্যাতনের ভিডিও আমাদের হাতে এসেছে। আমরা ভুক্তভোগী পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ করেছি এবং আইনগত ব্যবস্থা নিচ্ছি। অভিযুক্ত ইউপি সদস্যকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।” মানবাধিকার সংগঠন ও স্থানীয় সচেতন মহল ঘটনাটির নিন্দা জানিয়ে দ্রুত বিচার দাবি করেছে।