রাজশাহীর তানোরে একটি পরিত্যক্ত গভীর নলকূপের পাইপে পড়ে আটকা পড়েছে দুই বছরের শিশু মো. স্বাধীন। বুধবার (১০ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশুটিকে জীবিত উদ্ধারে দ্রুত অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বাধীন বাড়ির পাশেই খেলতে খেলতে অসাবধানতাবশত পরিত্যক্ত নলকূপের পাইপের ভেতর পড়ে যায়। নলকূপটি দীর্ঘদিন ধরেই অকেজো অবস্থায় পড়ে ছিল এবং এর মালিক তাহের, যিনি একই এলাকার বাসিন্দা। শিশুটির পরিবার ও স্থানীয়রা প্রথমে চেষ্টা চালালেও গভীরতা বেশি হওয়ায় তারা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। তিনি বলেন, “শিশুটিকে জীবিত উদ্ধারে আমাদের সর্বোচ্চ চেষ্টা চলছে।” এলাকার মানুষ ঘটনাস্থলে ভিড় করেছে এবং সবাই শিশুটির নিরাপদ উদ্ধারের অপেক্ষায় রয়েছে।