• ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

কুশিয়ারা নদীতে নিখোঁজ গৃহবধূর মরদেহ দুই দিন পর উদ্ধার

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২৫, ১৮:৩৭ অপরাহ্ণ
কুশিয়ারা নদীতে নিখোঁজ গৃহবধূর মরদেহ দুই দিন পর উদ্ধার
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া গৃহবধূ হাসিনা আক্তার বুলু (২২)-এর মরদেহ দুই দিন পর নদীতে ভেসে উঠেছে। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে রানীগঞ্জ ইউনিয়নের রানীনগর এলাকায় স্থানীয়রা মরদেহটি দেখতে পান।
নিহত হাসিনা আক্তার বুলু রানীনগর গ্রামের তামিম মিয়ার স্ত্রী এবং দুই সন্তানের জননী ছিলেন। স্থানীয়রা মরদেহটি দেখার পর বিষয়টি রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলামকে জানান। তিনি বলেন, পুলিশকে খবর দেওয়া হয়েছে এবং তারা ঘটনাস্থলে পৌঁছালে মরদেহটি আনুষ্ঠানিকভাবে নদী থেকে তোলা হবে।
উল্লেখ্য, গত সোমবার দুপুরে বসতবাড়ির পাশের কুশিয়ারা নদীতে গোসল করতে নেমে বুলু নিখোঁজ হন। খবর পেয়ে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত উদ্ধার অভিযান চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি। দুই দিন পর নদীতে মরদেহ ভেসে ওঠায় একটি বেদনাদায়ক সমাপ্তি ঘটল ওই অনুসন্ধানের।