• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে মাদকাসক্ত ছেলের হামলায় মা আহত

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২১, ২১:২৬ অপরাহ্ণ
বরিশালে মাদকাসক্ত ছেলের হামলায় মা আহত
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক ‍॥

বরিশাল নগরীতে দাবীকৃত নেশার টাকা না দেওয়ায় ছেলের হামলায় এক বৃদ্ধা মা গুরুতর আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

হামলায় আহত ওই বৃদ্ধা নারীর নাম রোকেয়া বেগম (৬৫)। নগরীর অক্সফোর্ড মিশন রোডের মালেক মিয়ার স্ত্রী সে।

এর আগে সোমবার সকাল এগারোটার দিকে ওই বৃদ্ধা নারীর ওপর হামলা চালানো হয়। পরে আহত অবস্থায় রোকেয়া বেগমকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালের মহিলা সার্জারী ওয়ার্ডে ভর্তি করা হয়।

রোকেয়া বেগমের ছোট ছেলে আলামিন হোসেন বলেন, ‘গত সোমবার সকাল এগারোটার দিকে দাবীকৃত নেশার টাকা না দেওয়ায় আমার বড় ভাই সাইফুল ইসলাম আমার মায়ের ওপর চড়াও হয়। একপর্যায়ে মায়ের শরীরে লাথি-ঘুষি মারে। এসময় সাইফুলের স্ত্রী লাইজু আক্তার ও আমার মা রোকেয়া বেগমকে মারধর করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।’ তবে এ বিষয়ে সাইফুল ইসলাম ও তার স্ত্রী লাইজু আক্তারের কোন বক্তব্য পাওয়া য়ায়নি। এদিকে বরিশাল কোতয়ালী মডেল থানার ডিউটি অফিসার নিশাদ আক্তার বলেন,‘মায়ের ওপর হামলার ঘটনায় কোন অভিযোগ আসেনি।’