• ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালে সিরাক বাংলাদেশের ডিভিশনাল ইয়ুথ সামিট অনুষ্ঠিত

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২০, ১৮:৫৫ অপরাহ্ণ
বরিশালে সিরাক বাংলাদেশের ডিভিশনাল ইয়ুথ সামিট অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন...
কাজী হাফিজ, ববি প্রতিনিধি ॥
বরিশালে সিরাক বাংলাদেশের ডিভিশনাল ইয়ুথ সামিট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বরিশালের একটি কনভেনশন সেন্টারে কোভিড-১৯ মহামারীকে বিবেচনায় রেখে তরুণদের যুব-বান্ধব সেবা নিশ্চিতকরণে এবং পরিবার পরিকল্পনা সম্পর্কিত তথ্য ও সেবায় তরুণদের অংশগ্রহণ বৃদ্ধিকল্পে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরএইচআরএন প্ল্যাটফর্মের সহযোগীতায় সিরাক-বাংলাদেশ বরিশালের ৪০ জন তরুণ তরুণীকে নিয়ে আয়োজিত ডিভিশনাল ইয়ুথ সামিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শোয়েব ফারুক এবং উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বরিশাল বিভাগের সহকারী পরিচালক মো. শহীদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সিরাক বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম সৈকত, প্রোগ্রাম অফিসার তাসনিয়া আহমেদ এবং সহযোগী প্রোগ্রাম অফিসার নুসরাত শারমিন রেশমা। আরও উপস্থিত ছিলেন বরিশালের বিভাগের ফোকাল লামিয়া ইসলাম, কো-ফোকাল কাজী হাফিজুর রহমান এবং সাদিয়া ইবনাত মালিহা।

সামিটে আলোচকবৃন্দ কোভিড ১৯ এর এই মহামারীর সময়ে কিশোর-কিশোরী ও তরুণদের প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। কিশোর- কিশোরী ও তরুণরা কিভাবে স্বাস্থ্যসেবা ও তথ্য পেতে পারে এ বিষয়ে আলোচনা হয়। ইয়ুথ এ্যাডভোকেটরা প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা নিয়ে তাদের ধারণা এবং ভবিষ্যতে উন্নয়নে করনীয় বিষয়ে তাদের অনুধাবন উপস্থাপন করেন। উল্লেখ্য, সিরাক বাংলাদেশ সারাদেশে ইয়ুথ সামিট করে আসছে, এরই ধারাবাহিকতায় বরিশালে এই সামিট অনুষ্ঠিত হয়।