• ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

স্বাস্থ্যের মালেকের স্ত্রীও কারাগারে

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২১, ১৮:০০ অপরাহ্ণ
স্বাস্থ্যের মালেকের স্ত্রীও কারাগারে
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক : 

অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুদকের করা মামলায় স্বাস্থ্য অধিদফতরের সাবেক গাড়িচালক মো. আব্দুল মালেকের স্ত্রী নার্গিস বেগমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশের আদালতে আসামি নার্গিস বেগম তার আইনজীবী শাহীনুর ইসলামের মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ২০ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক রবিউল আলম অস্ত্র আইনের মামলায় গাড়িচালক আব্দুল মালেকের ১৫ বছরের কারাদণ্ডের আদেশ দেন।

গত ১৫ ফেব্রুয়ারি দুদকের সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম বাদী হয়ে আব্দুল মালেক ও তার স্ত্রীর বিরুদ্ধে কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ  মামলা করেন। মামলায় আব্দুল মালেকসহ তার স্ত্রী নার্গিস বেগমকে আসামি করা হয়। তাদের বিরুদ্ধে অসঙ্গতিপূর্ণ এক কোটি ১০ লাখ ৯২ হাজার ৫০ টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।