Home শিক্ষা ভিবিডি বরিশাল জেলা ও বিইপিএ এর যৌথ উদ্যোগে নগরীতে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিজান

ভিবিডি বরিশাল জেলা ও বিইপিএ এর যৌথ উদ্যোগে নগরীতে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিজান

কাজী হাফিজ, ববি প্রতিনিধি:
যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলার ব্যাপারটা আমাদের অন্যতম বদ-অভ্যাসে পরিনত হয়েছে।ফলস্বরূপ একদিকে দূষিত হচ্ছে পরিবেশ অন্যদিকে রোগ-জীবাণুর সংক্রমণে আমাদেরই স্বাস্থ্যও হুমকির মুখে পড়ছে। ডাস্টবিন থাকলেও কিন্তু করছি না তার যথাযথ ব্যবহার।
‘World Cleanup Day’ উপলক্ষে ভলেন্টিয়ারস ফর বাংলাদেশ (ভিবিডি) বরিশাল জেলা ও বাংলাদেশ এনভায়রনমেন্ট প্রোটেকশন অথরিটির(বিইপিএ) এর যৌথ উদ্যোগে ‘Cleanliness is Happiness, Phase-2’ শিরোনামে কৃত প্রোজেক্টের বাস্তবায়ন স্বরপ শহরের বিভিন্ন খাবারের দোকান গুলোর কর্মরত মানুষদের হ্যান্ড ওয়াস দিয়ে হাত ধোয়ানো হয় এবং গ্লোভস পরিয়ে দেয়া হয় যাতে খাবার খেতে এসে ভোক্তারা স্বাস্থ্য সম্মত খাবার খেতে পারে।করোনা পরিস্থিতিতে যেন বারবার হাত ধুয়ে খাবার পরিবেশন করেন ও গ্লোভস ব্যবহার করেন সে ব্যাপারে তাদের সর্তক করা হয়৷
এছাড়াও শহরের যেসব জনসমাগম স্থলে ডাস্টবিন নেই সেই সকল জায়গায় ডাস্টবিন দেয়া হয়। আমতলা মুক্তমঞ্চে ও পার্কের ময়লা আবর্জনার স্তূপও পরিষ্কার করেন ভলান্টিয়াররা। প্রোজেক্ট লিডার শফিকুল ইসলাম শামীম বলেন, ‘পরিচ্ছন্নতাই পারে সুস্থতা আনতে, প্রতিরোধের আগে প্রতিকারের অন্যতম উদাহরণ হলো পরিচ্ছন্নতা, বর্তমান পরিস্থিতিতে যা আরো বেশি প্রয়োজন সমাজ এবং জাতিকে সুস্থ রাখতে,সমাজ সুস্থ থাকলে সুস্থ থাকবে জাতি, সুস্থ থাকবে দেশ, তাই ভলেন্টিয়ার ফর বাংলাদেশ আয়োজন করেছিল “Cleanliness is Happiness phase 2″যার মাধ্যমে কিছুটা হলেও প্রিয় শহরের সুরক্ষা নিশ্চিত করতে পেরেছি বলে মনে করি।
‘ প্রোজেক্ট কো-লিডার অর্পিতা রাণী দাস বলেন, ‘করোনাসহ যেকোনো সংক্রামক রোগ প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতার গুরুত্ব অপরিসীম। আমাদের আশেপাশের (এলাকার / রাস্তায়) ময়লা আবর্জনা যদি আমরা waste bin এ ফেলার অভ্যাস গড়ে তুলতে পারি তবে পরিবেশ পরিচ্ছন্ন থাকবে এবং ময়লা আবর্জনার জন্য যে জলাবদ্ধতা সৃষ্টি হয় তা নিরসনে সহায়তা করবে। সর্বোপরি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মন ও শরীর দুটোই ভালো থাকে। এই প্রজেক্টে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কিত সচেতনতা গড়ে তোলার চেষ্টা করেছি।’ গত ১৯ সেপ্টেম্বর দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে এই পরিষ্কার অভিজান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

আওয়ামী অওয়াজ ‍এবং কঠিন বাস্তবতা

দখিনের সময় ডেস্ক: আওযামী লীগ আওয়াজ দিয়েছে আজ ১০ নভেম্বর মাঠে নামবে। হাসিনা সরকারের পতন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর তিন মাস...

১২ সচিব ও ১৩৫ অতিরিক্ত সচিবসহ ৩ মাসে ৫০১ কর্মকর্তার পদোন্নতি

দখিনের সময় ডেস্ক: বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে গঠিত অন্তর্র্বতী সরকার এ পর্যন্ত প্রশাসনের ৫০১ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে। এর মধ্যে সচিব পদে পদোন্নতি পেয়েছেন ১২ জন। গ্রেড-১...

নিয়োগ দিচ্ছে ওয়ালটন

দখিনের সময় ডেস্ক: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কাস্টমার সার্ভিস ম্যানেজমেন্ট বিভাগ ব্র্যান্ড ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।...

নভেম্বরে সেন্টমার্টিনে রাত্রিযাপন করা যাবে না: পরিবেশ উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: নভেম্বর মাসে রাত্রিযাপন করা যাবে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।...

Recent Comments