অনলাইন মিটিং এর মাধ্যমে গত ৯ অক্টোবর ২০২০ ইং বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব(বিইউসিসি) এর নতুন পূর্ণাঙ্গ কমিটি (২০২০-২০২১) ঘোষনা করা হয়। অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে ভার্চুয়ালি আয়োজিত বার্ষিক সাধারণ সভায় এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (বিইউসিসি) এর উপদেষ্টা আবদুল্লাহ আল মাসুদ এবং মোঃ সাখাওয়াত হোসেন, সহকারী অধ্যাপক, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ এর উপস্থিতিতে এবং পূর্বের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের পরিচালনায় এই কমিটি ঘোষণা করা হয়।
এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব এর বর্তমান সভাপতি মোঃ মেহেদী হাসান প্লাবন বলেন, প্রতিটি সদস্যর জন্য সমান সুযোগ নিশ্চিত করে যোগ্য নির্বাহী সদস্য নির্বাচন এর জন্য এবার এ ভিন্ন ধরনের আয়োজন।এ বছর পূর্ণাঙ্গ কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন ১১ জন সদস্য। ৩১ সদস্যর এই নির্বাহী কমিটি গঠন করা হয়েছে ১৮ জন সিনিয়র এবং ১৩ জন জুনিয়র সদস্য নিয়ে।
নতুন কমিটিতে সহ-সভাপতি মোঃ জালালউদ্দিন রুমি, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, সহকারী সাধারণ সম্পাদক ( প্রশাসন), রুবাইয়া ইসলাম শান্তা, সহকারী সাধারণ সম্পাদক ( পরিকল্পনা ): জান্নাতুল ফেরদৌসি জান্নাত, ৬ জন যুগ্ম সাধারণ সম্পাদক, হেড অফ আইটি সম্পাদক সাকিবুল ইসলাম , সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম, হেড অফ অপারেশনঃ মোঃ আনিসুর রহমান বিপ্লব নিয়োজিত হয়েছেন।
এছাড়া অর্থ সম্পাদক মোঃ শাওন হাওলাদার , অর্থ সহায়তা সম্পাদক চার্লস শোভন বারই, হেড ওফ রিসার্চ ও উন্নয়ন সম্পাদক মোসাঃ তাসরিফা আক্তার, হেড অফ ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক শাহরিয়ার আদনান, প্রচার সম্পাদক মোঃ ইলিয়াস ,সহকারী প্রচার সম্পাদক উম্মে হাফসা এবং ১১ জন কার্যনির্বাহী সদস্য।