• ১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বিনা পরীক্ষায় এইএসচি পাস করলেও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে পরীক্ষা দিয়ে

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২০, ০৭:০৬ পূর্বাহ্ণ
বিনা পরীক্ষায় এইএসচি পাস করলেও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে পরীক্ষা দিয়ে
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেক্স:

বিনা পরীক্ষায় এইএসচি পাস করণেও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে পরীক্ষা দিয়ে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মাধ্যমে স্নাতক পর্যায়ে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নিয়েছে উপাচার্যদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদ। ভর্তির বিষয়ে এই সিদ্ধান্ত নিয়েছে উপাচার্যরা।

এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিলের পর জিপিএ’র ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির যে দাবি উঠেছিল সেটি নাকচ করে দেয়া হয়েছে। একই সাথে বর্তমান পরিস্থিতি বিবেচনায় স্বশরীরে পরীক্ষা না নিয়ে অনলাইনে পরীক্ষা নেয়ার পক্ষে মত দিয়েছেন অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা।

অনলাইনে ভর্তি পরীক্ষা নেয়ার ক্ষেত্রে বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুনাজ নূরের উদ্ভাবিত সফটওয়্যার ব্যবহারের প্রস্তাব এসেছে। শনিবার এই সফটওয়্যারের কার্যকারিতা উপাচার্যদের কাছে উপস্থাপন করা হয়। সেখানে ভিসিরা এটি নিয়ে অনেকটাই সন্তুষ্ট বলে জানা গেছে।