• ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

এখানে অপশক্তির স্থান হবে না: বিএমপি কমিশনার

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০২০, ২৩:৫৩ অপরাহ্ণ
এখানে অপশক্তির স্থান হবে না: বিএমপি কমিশনার
সংবাদটি শেয়ার করুন...
স্টাফ রিপোর্টর ॥
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: শাহাবুদ্দিন খান বিপিএম বার বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের উপর যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে আমরা মধুর প্রতিশোধ নেব, নিচ্ছি। তিনি বলেন, এখানে অপশক্তির স্থান হবে না। বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর হামলার প্রতিবাদে সারাদেশে সরকারী কর্মকর্তাদের প্রতিবাদ সমাবেশের অংশ হিসেবে শনিবার (১২ ডিসেম্বর) বরিশালে আয়োজিত সমাবেশে এ কথা বলেন বিএমপি কমিশনার।
নগরীর মহাত্মা অশ্বিনী কুমার টাউন হলে আয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিশাল প্রতিবাদ সমাবেশে বিএমপি কমিশনার মো: শাহাবুদ্দিন খান বলেন, এদেশের মানুষ হিসেবে সরকারি কর্মকর্তারা জাতির পিতার ভাস্কর্যের উপর হামলার প্রতিবাদ জানাচ্ছে।
‘আমি মানুষ, আমি বাঙ্গালী, আমি মুসলমান’- বঙ্গবন্ধুর এই দৃপ্ত উচ্চারণ উধৃত করে বিএনপি কমিশনার বলেন, আমাদের হাজার বছরের সংস্কৃতি রয়েছে। আমাদের সারি-জারী-যাত্রা রয়েছে, আমাদের ভাস্কর্য রয়েছে। এসবই আমাদের ঐতিহ্য। এর উপর আঘাত আসবে আর সরকারি কর্মকর্তা-কর্মচারিরা বসে থাকবে, তা হয় না!
প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন বরিশাল জেলা ও দায়রা জজ মোঃ রফিকুল ইসলাম, বরিশাল বিভাগীয় স্পেশাল জজ মোঃ মহসিনুল হক, বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. নুরুল আলম, বিভাগীয় তথ্য কর্মকর্তা মোঃ জাকির হোসেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিচালক প্রফেসর মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।