Home অন্যান্য প্রশাসন আমরা বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের উত্তরসূরী: বিএমপি কমিশনার

আমরা বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের উত্তরসূরী: বিএমপি কমিশনার

দখিনের সময় ডেক্স ॥

গত বুধবার মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের অবদান স্মরণে বিএমপির অফিসার্স মেস সম্মেলন কক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কর্তৃক আয়োজিত মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের অবদান স্মরণে, বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয় একথা বলেন।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই পুলিশ কমিশনার মহোদয় সংবর্ধনা অনুষ্ঠানে আগত সকল বীর পুলিশ মুক্তিযোদ্ধাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন এবং মুক্তিযোদ্ধাদের হাতে উপহার সামগ্রী তুলে দিয়ে মুক্তিযোদ্ধাদের সাথে পরিচয় পর্ব শেষে তার বক্তব্যে বলেন, আপনারা আমাদের গর্বের ধন, আপনারা আমাদের অনুপ্রেরণার উৎস। মুক্তিযুদ্ধে আপনাদের অসামান্য অবদানের জন্য ই আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। বাংলাদেশ পুলিশের রয়েছে একটি গৌরবোজ্জ্বল ইতিহাস। মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশই সর্ব প্রথম নিজের জীবন বাজি রেখে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলে দেশটাকে স্বাধীন করেছিল । আমরা বর্তমান প্রজন্ম আপনাদের উত্তরসূরী, আমরা বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের উত্তরসূরী, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়।

বীর পুলিশ মুক্তিযোদ্ধারা সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করে যুদ্ধকালীন সময়ের তাদের গৌরব মাখা স্মৃতি সকলের সামনে তুলে ধরায় মাননীয় পুলিশ কমিশনার মহোদয় তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, ‘আপনাদের দেখে আমরা অনুপ্রাণিত হই। আপনারা মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে যে স্বপ্ন নিয়ে, যে লক্ষ নিয়ে, যে চেতনা নিয়ে দেশটাকে স্বাধীন করেছিলেন; আপনাদের সেই স্বপ্ন বাস্তবায়নে আপনাদের যোগ্য উত্তরসূরি হিসেবে, মুক্তিযুদ্ধের চেতনার ধারক ও বাহক হিসেবে, একটি স্বাধীন, সার্বভৌম ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার ব্রত নিয়ে বর্তমান আইজিপি মহোদয় এর নেতৃত্বে আমরা এগিয়ে চলছি।

তিনি বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি তথা পাকিস্তানের দোসররা মুক্তিযুদ্ধের সময় ধর্মকে স্বাধীনতার মুখোমুখি দাঁড় করিয়ে দেশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা করেছিল।তারাই আজ আবার জাতির পিতার ভাস্কর্য ভেঙে ধর্মকে জাতীয় সত্তার বিরুদ্ধে, সংস্কৃতির বিরুদ্ধে দাঁড় করানোর ষড়যন্ত্র করছে। সেই জায়গায় যেন আমরা সবাই সতর্ক থাকি, সচেতন থাকি। স্বাধীনতা রক্ষার জন্য আমাদেরকে নিরন্তন সংগ্রাম চালিয়ে যেতে হবে।

এ সময় অতিঃ পুলিশ কমিশনার বিএমপি জনাব প্রলয় চিসিম বলেন, আপনাদের আলোয় আমরা আলোকিত, আপনাদের অভিজ্ঞতা আমাদের চলার পথের পাথেয় । আপনারা স্বাধীনতা অর্জন করেছেন, আর সেই স্বাধীনতা রক্ষা করা আমাদের দায়িত্ব। আপনাদের উত্তরসূরি হিসেবে এ দেশটাকে ভালোবেসে স্বাধীনতা রক্ষার জন্য আমরা সংগ্রাম চালিয়ে যাব। একটি স্বাধীন সার্বভৌম ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ায় আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের...

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে  ৪৪ হাজার

দখিনের সময়  ডেস্কঃ গাজা-লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ গেছে ৮৮ ফিলিস্তিনির। খবর...

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

Recent Comments