• ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালীতে ঘরবাড়ি ভাংচুর: নগদটাকা ও মালামাল লুট

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২১, ২১:৫৩ অপরাহ্ণ
পটুয়াখালীতে ঘরবাড়ি ভাংচুর: নগদটাকা ও মালামাল লুট
সংবাদটি শেয়ার করুন...

স্টাফ রিপোর্টার ॥

পটুয়াখালী জেলার সদর উপজেলার আউলিয়াপুরের দঃ আউলিয়াপুরে খান বাড়িতে জমিজমা ও পূর্ব শত্রুতার জের ধরে ভোর রাতে নজরুল ইসলাম খানের বাড়িতে হামলা চালিয়ে বসতঘর ভাংচুর করে
ব্যাংকের চেক, নগত টাকা ও ঘরের মালামাল লুট করে নিয়ে যায় একই বাড়ির সহিদ খান ও তার বাহিনী।

ভুক্তভোগী ও এলাকা সূত্রে জানা যায় দঃ আউলিয়াপুরের নজরুল খানের সাথে একই বাড়ির সহিদ খানের পূর্বশত্রুতার জের ধরে গত শুক্রবার সকাল ৬ টায় সহিদ খান (৫০) পিতা- শাহজাহান খান, নুরুজ্জামান মেহেদী খান (৩৫), পিতা- জাকারিয়া খান (২৬), তাহের মোল্লা, পিতা-রফিক মোল্লা ও শাহজাহান খান পিতা- মৃত মোন্তাজ খান সর্ব সাং- দঃ আউলিয়াপুর, পটুয়াখালী মিলে দেশীয় অস্রদিয়ে দিয়ে ঘর বাড়ী ভাংচুর করে।

এ সময় হামলাকারীরা নজরুলের শিশু সন্তানের গলায় অস্ত্র ঠেকিয়ে ৪ টি ব্যাংকের চেক, রড সিমেন্টের দোকানের ৯১ হাজার টাকা,স্বানালংকার ও ঘরের মালামাল লুট করে নিয়ে যায় এবং জোর পূর্বক স্টামে স্বাক্ষর করান। এ সময় হামলাকারীরা নজরুল ও তার স্ত্রী কে পিটিয়ে আহত করেন। আহত নজরুল ও তার স্ত্রীর ডাক চিতকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে সন্ত্রাসী বাহিনী পালিয়ে যায়।