• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

প্লট কেলেঙ্কারিতে হাসিনা-জয়ের বিরুদ্ধে মামলা

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২৫, ১৫:১৯ অপরাহ্ণ
প্লট কেলেঙ্কারিতে হাসিনা-জয়ের বিরুদ্ধে মামলা
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) দুটি মামলা করেছে। অভিযোগ উঠেছে, ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে প্লট গ্রহণের। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। এতে শেখ হাসিনা ও জয়সহ মোট ২৩ জনকে আসামি করা হয়েছে।
দুদক জানায়, শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলায় রাজউকের উচ্চপদস্থ কর্মকর্তাসহ ৮ জন এবং জয়ের মামলায় শেখ হাসিনাসহ ১৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। পূর্বাচল নতুন শহরে শেখ পরিবারের জন্য ৬০ কাঠা প্লট বরাদ্দে অনিয়ম নিয়ে কয়েকদিন ধরেই তদন্ত চলছিল। এটি ছিল দুদকের নজরদারিতে থাকা বড় একটি দুর্নীতির ঘটনা।
এই দুই মামলার আগে বিগত তিন দিনে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী সম্পর্কিত আরও ছয়টি মামলা করেছে দুদক। প্রথমবারের মতো সজীব ওয়াজেদ জয় দুদকের মামলায় আসামি হলেন। প্লট কেলেঙ্কারির এই ঘটনা নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।