• ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বোকা খোকন আর কাকের প্যাঁচ

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২৫, ১৫:৫৯ অপরাহ্ণ
বোকা খোকন আর কাকের প্যাঁচ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:

একদিন গ্রামের বোকা খোকন গরুর গাড়ি নিয়ে হাটে যাচ্ছিল। পথে এক কাক তার মাথার ওপর উড়ে এসে বসে। খোকনের মাথায় বুদ্ধি বলে কিছুই ছিল না, কিন্তু গর্ব প্রচুর। সে ভাবল, “এই কাক নিশ্চয়ই আমার বন্ধু হতে এসেছে।” কাককে দেখে খোকন বলল, “কাক ভাই, আজ আমার সঙ্গী হয়ে চলো।” কাক কিছু বুঝল না, তবে খোকনের মাথায় বসেই আরাম করল।
হাটে গিয়ে খোকন এক দোকানদারের কাছে গেল। দোকানদারকে বলল, “এই যে ভাই, এই কাকটা আমার নতুন বন্ধু। আমার সঙ্গে হাটে এসেছে। এর জন্য একটু মিষ্টি দেন।” দোকানদার প্রথমে ভেবেছিল মজা করছে। পরে খোকনের কথা শুনে হাসতে হাসতে বলল, “কাকের জন্য মিষ্টি! ভালো, এবার দুধ দিয়ে চা বানাই আর কাকের জন্য পায়েস পাঠাই, তাই না?” খোকন তার গাম্ভীর্য বজায় রেখে বলল, “আপনি যে মজার মানুষ, তা জানতাম না। ঠিক আছে, মিষ্টি না দিন, একটু মুড়ি আর খেজুর দেন।” দোকানদার আবার হেসে বলল, “এটা কি লোক! কাক মুড়ি খায় কখনো শুনেছো?”
খোকন তখন রেগে গিয়ে দোকানদারকে বলল, “আপনার কাছ থেকে কিনব না। আমি তোতন ভাইয়ের দোকান থেকে সব কিনব।” কাক ততক্ষণে খোকনের মাথা থেকে উড়ে গাছের ডালে বসে গেছে। খোকন দোকান থেকে বেরিয়ে বলল, “কাক ভাই, তুমি কেন চলে গেলে? তোমার জন্য মুড়ি কিনতে পারলাম না, কিন্তু এক কাজ করো। কাল এসে আবার দেখা করো।” গাছের ডালে বসে থাকা কাক একবার ডাক দিল, “কা কা!” খোকন খুশি হয়ে বলল, “বুঝলাম, কাল ঠিক আসবে!” গ্রামের লোকজন তখন দূরে দাঁড়িয়ে খোকনের এই কাকের সঙ্গে কথোপকথন দেখে হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাচ্ছিল।

গ্রন্থনা – ইলহাম জামান রূপম