• ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

আপত্তিকর ভিডিও নিয়ে মুখ খুললেন উর্বশী

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২৫, ১৭:০৮ অপরাহ্ণ
আপত্তিকর ভিডিও নিয়ে মুখ খুললেন উর্বশী
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা আবারও বিতর্কের কেন্দ্রে। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাকে পোশাক বদলাতে দেখা গেছে, যা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। নেটিজেনরা প্রশ্ন তুলেছেন এমন ব্যক্তিগত মুহূর্ত কীভাবে ফাঁস হলো। অবশেষে উর্বশী নিজেই এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন এবং ভিডিওর পেছনের ঘটনা প্রকাশ করেছেন।
উর্বশী জানালেন, ভিডিওটি আসলে তার একটি সিনেমার দৃশ্য, যার নাম ‘ঘুষপেটিয়া’। প্রযোজকরা তার কাছে এসে অনুরোধ করেন, কারণ ছবিটি নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছিল না এবং তারা প্রচারণার জন্য চাপের মধ্যে ছিলেন। অভিনেত্রী বলেন, “প্রযোজকরা আমার বিজনেস ম্যানেজারের সঙ্গে আলোচনা করে অনুমতি নিয়েছিলেন। তারা বলেছিলেন, যদি সিনেমার কিছু দৃশ্য আমরা আগে প্রকাশ করি, তাহলে ছবির প্রচার হবে এবং সেটি তাদের জন্য সাহায্য করবে।” তাই, উর্বশী তাদের সহায়তার জন্য এই দৃশ্যটি ভাগাভাগি করার সিদ্ধান্ত নেন।
তবে ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই উর্বশী নানা সমালোচনার মুখে পড়ছেন। অনেকেই এটিকে প্রচারণার নামে অপ্রয়োজনীয় পদক্ষেপ বলে আখ্যা দিয়েছেন। অন্যদিকে, অভিনেত্রীর বক্তব্য অনুযায়ী, “আমি শুধুমাত্র প্রযোজকদের কথা ভেবে এমনটি করেছি। তাদের আর্থিক সমস্যার কথা বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়।” উর্বশীর এই ব্যাখ্যা কিছু সমর্থন পেলেও বিতর্ক যেন পিছু ছাড়ছে না।