• ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ডাক্তার পদবি ব্যবহার নিয়ে হাইকোর্টের কড়া বার্তা

দখিনের সময়
প্রকাশিত মার্চ ১২, ২০২৫, ১৫:০৪ অপরাহ্ণ
ডাক্তার পদবি ব্যবহার নিয়ে হাইকোর্টের কড়া বার্তা

ছবি: সংগৃহীত

সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ছাড়া নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বুধবার (১২ মার্চ) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের বেঞ্চ এই গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করেন। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ১৩ মার্চ থেকে আইন লঙ্ঘন করে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদিও এর আগে যারা ভুলভাবে পদবি ব্যবহার করেছেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না।
রায়ের পর আন্দোলনরত চিকিৎসকরা দ্রুত গেজেট প্রকাশের দাবি জানান। তাদের দাবি, ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেওয়া হলে, দেশের স্বাস্থ্যসেবা আরও দুর্বল হয়ে পড়বে। ইতিমধ্যে বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছেন, ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন, আর পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা আন্দোলনে যোগ দিয়ে ঐক্য গড়ে তুলেছেন।
চিকিৎসকদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- এমবিবিএস/বিডিএস ডিগ্রি ছাড়া ‘ডাক্তার’ পদবি ব্যবহার নিষিদ্ধ করা, রেজিস্টার্ড চিকিৎসক ছাড়া কারও স্বাধীনভাবে প্রাইভেট প্র্যাকটিসের অনুমতি না দেওয়া, ম্যাটস কোর্স সংস্কার, পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক নিয়োগ, এবং চিকিৎসকদের সুরক্ষায় বিশেষ আইন ও নির্ধারিত বেতন কাঠামো প্রণয়ন। আন্দোলনকারীরা বলছেন, এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।