নারী নির্যাতন ও অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ার পেছনে প্রশাসনের অবহেলা ও বিচারহীনতার সংস্কৃতি দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (১৪ মার্চ) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, বিগত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের অধীনে বিচারহীনতার ধারাবাহিকতায় ধর্ষণ, নারী নিপীড়নসহ নানা অপরাধ বেড়েই চলেছে। অপরাধীদের সুরক্ষা দেওয়ার কারণেই তারা পার পেয়ে যাচ্ছে। তিনি সতর্ক করে বলেন, এসব অপরাধের বিচার না হলে অন্তর্বর্তী সরকারের ওপর জনগণের আস্থা নষ্ট হতে পারে।
তিনি আরও জানান, নারী ও শিশু নির্যাতন মোকাবিলায় বিএনপি জেলা পর্যায়ে আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল গঠন করেছে। দুষ্কৃতিকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়ে রিজভী বলেন, প্রকৃত অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত না করলে সমাজে অরাজকতা বাড়বে। অন্যদিকে, জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, শেখ হাসিনা ও তার মন্ত্রীরা যেখানে লুকিয়ে থাকুন না কেন, বিএনপি সরকার গঠন করলে তাদের দেশে ফিরিয়ে আনা হবে।