আইনশৃঙ্খলা ইস্যুতে পুলিশের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
দখিনের সময়
প্রকাশিত মার্চ ১৭, ২০২৫, ১৫:৩২ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৭ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন ১২৭ জন পুলিশ কর্মকর্তা।
বৈঠকের বিষয়ে রোববার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনা করতে চান প্রধান উপদেষ্টা।
সভায় পুলিশ সুপার ও তার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া, মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং ক্রাইম টিমের সদস্যরা অংশ নেন। বৈঠকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাগত বক্তব্য দেন এবং সাম্প্রতিক নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত তুলে ধরেন। আসন্ন পুলিশ সপ্তাহ সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিশেষ নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা।