• ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

মা-ছেলে নিহত, বাবা হাসপাতালে

দখিনের সময়
প্রকাশিত মার্চ ২৮, ২০২৫, ১৫:৩২ অপরাহ্ণ
মা-ছেলে নিহত, বাবা হাসপাতালে
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ গেল মা-ছেলের, আর জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালে লড়ছেন বাবা। ঈদের ছুটিতে বাড়ি ফেরার আনন্দ মুহূর্তেই বদলে গেল এক দুঃস্বপ্নে। শুক্রবার (২৮ মার্চ) সকাল ১০টার দিকে বাইপাস গোল চত্বরে দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা মা ও শিশুসন্তান ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত বাবাকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন কুষ্টিয়া শহরের গোশালা রোডের বাসিন্দা ইতি খাতুন (২৮) এবং তার তিন বছরের শিশু আহনাফ ইব্রাহিম। আব্দুল কাদের সিদ্দিকী নামে এক বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী বাবা বগুড়ার কর্মস্থল থেকে স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে কুষ্টিয়ায় ফিরছিলেন। কিন্তু ঈদে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার স্বপ্ন পথেই থমকে গেল। হাইওয়ে পুলিশ জানিয়েছে, ট্রাকটি পালিয়ে গেছে, তবে চালককে ধরতে অভিযান চলছে।
এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। ঈদের ছুটিতে নিরাপদ যাত্রার আহ্বান জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুতগামী যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।