শূন্য বর্জ্য উদ্যোগে অসামান্য অবদান রাখার জন্য বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান। বৃহস্পতিবার (২৭ মার্চ) জাতিসংঘ সাধারণ পরিষদে ‘আন্তর্জাতিক শূন্য বর্জ্য দিবস’ উপলক্ষে আয়োজিত উচ্চ পর্যায়ের স্মরণসভায় তিনি এই প্রশংসা করেন। ফ্যাশন ও টেক্সটাইল শিল্পের বর্জ্য ব্যবস্থাপনার ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এমিন এরদোয়ান বিশ্বব্যাপী ভোগের ধরণে পরিবর্তন আনার আহ্বান জানান। তিনি বলেন, গ্রহের ভবিষ্যৎ রক্ষায় বর্জ্য হ্রাস ও পুনর্ব্যবহারের কোনো বিকল্প নেই।
স্মরণসভায় জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি, মহাসচিবসহ ইউএনইপি ও ইউএন-হ্যাবিট্যাটের নির্বাহী পরিচালকরা বক্তব্য দেন। টেক্সটাইল শিল্পের ক্রমবর্ধমান বর্জ্য সংকট মোকাবিলায় বিশ্বব্যাপী বিশেষজ্ঞ, সুশীল সমাজের নেতা এবং কর্মীরা মতবিনিময় করেন। আলোচনায় মূলত বর্তমান রৈখিক উৎপাদন ব্যবস্থার ক্ষতিকর প্রভাব ও তা থেকে উত্তরণের উপায় উঠে আসে। বক্তারা এ সংকট মোকাবিলায় নতুন কৌশল গ্রহণের ওপর জোর দেন।
অনুষ্ঠানে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বাংলাদেশের টেকসই টেক্সটাইল শিল্প গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশ পরিবেশবান্ধব উৎপাদনের পথে এগিয়ে যাচ্ছে এবং এই খাতে শূন্য বর্জ্য নিশ্চিত করার লক্ষ্যে নানা উদ্যোগ নিচ্ছে।