• ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

চীনা ব্যবসায়ীদের ডাক প্রধান উপদেষ্টার

দখিনের সময়
প্রকাশিত মার্চ ২৮, ২০২৫, ১৫:২৭ অপরাহ্ণ
চীনা ব্যবসায়ীদের ডাক প্রধান উপদেষ্টার
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বাংলাদেশের বিপুল ব্যবসায়িক সম্ভাবনাকে কাজে লাগাতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বেইজিংয়ে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বিনিয়োগ সংলাপে তিনি বলেন, “আপনারা (চীনা বিনিয়োগকারীরা) বাংলাদেশের ব্যবসায়িক সম্ভাবনার সুবিধা নিতে পারেন।” তিনি বাংলাদেশের অর্থনৈতিক উত্থানের পাশাপাশি এর ভৌগোলিক অবস্থানের অনন্য গুরুত্ব তুলে ধরেন, যেখানে বঙ্গোপসাগরের প্রবেশদ্বার হিসেবে দেশটি আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠছে। পাশাপাশি, নেপাল ও ভুটানসহ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ আঞ্চলিক বাণিজ্যের একটি কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
বাংলাদেশের জনশক্তির শক্তির দিকটি তুলে ধরে অধ্যাপক ইউনূস বলেন, “এই দেশে প্রায় ১৭ কোটি মানুষ বাস করে, যাদের অধিকাংশই যুবক এবং তারা উদ্যমী, সৃজনশীল ও উচ্চাকাঙ্ক্ষী।” তরুণ জনগোষ্ঠীর এই শক্তিকে সঠিকভাবে কাজে লাগিয়ে বাংলাদেশ দ্রুত শিল্পোন্নত দেশে রূপান্তরিত হতে পারে বলে তিনি মনে করেন। দেশের রফতানি শিল্পের সাফল্য, বিশেষ করে তৈরি পোশাক খাতের উন্নতি এবং প্রযুক্তি খাতের সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বিনিয়োগকারীদের নতুন সুযোগগুলো অন্বেষণ করার আহ্বান জানান।
বিনিয়োগ সংলাপে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এছাড়া, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।