ইউএস-বাংলা এয়ারলাইন্স নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এবার প্রতিষ্ঠানটি সিনিয়র এক্সিকিউটিভ অথবা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে যোগ্য প্রার্থীদের খুঁজছে। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ২৫ সেপ্টেম্বরের মধ্যে।
পদের জন্য প্রার্থীদের স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ থেকে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর নির্ধারণ করা হয়েছে। চাকরির ধরন ফুল-টাইম এবং কর্মস্থল হবে ঢাকায়। শূন্য পদের সুনির্দিষ্ট সংখ্যা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ উল্লেখ করেনি।
বেতন সুবিধার মধ্যে রয়েছে প্রতি মাসে ৪০,০০০ থেকে ৪৫,০০০ টাকা। এর বাইরে রয়েছে বার্ষিক বেতন বৃদ্ধি, দুপুরে বিনামূল্যে খাবার, বিমা সুবিধা এবং বছরে দুটি উৎসব বোনাস। সপ্তাহে দুইদিন ছুটির পাশাপাশি কর্মীদের জন্য দেওয়া হবে অন্যান্য প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা।