• ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

২০ বছরের অভিজ্ঞতায় এমটিবিতে উচ্চপদে নিয়োগের সুযোগ

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ণ
২০ বছরের অভিজ্ঞতায় এমটিবিতে উচ্চপদে নিয়োগের সুযোগ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বেসরকারি খাতের শীর্ষস্থানীয় ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) সম্প্রতি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি হেড অব ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স (আইসিসি) পদে দক্ষ জনবল নিয়োগ দেবে। এ পদে আবেদন করতে হলে প্রার্থীর থাকতে হবে ন্যূনতম ২০ বছরের পেশাগত অভিজ্ঞতা। আবেদন করা যাবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত অনলাইনে।
বিজ্ঞপ্তি অনুসারে, আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্নাতকোত্তর ডিগ্রি, তবে সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর ডিগ্রি বা পেশাগত সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। পদটি ফুল-টাইম ভিত্তিতে এবং নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। বয়সসীমা নির্ধারিত না থাকলেও দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কর্মস্থল হিসেবে নির্ধারণ করা হয়েছে ঢাকা।
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক জানিয়েছে, এ পদে যোগদানের মাধ্যমে প্রার্থীরা দেশের অন্যতম শীর্ষ আর্থিক প্রতিষ্ঠানে নেতৃত্বের ভূমিকা পালনের সুযোগ পাবেন।
আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।