ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি তাদের হোম অ্যাপ্লায়েন্স বিভাগে নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ফিল্ড অফিসার পদে ১৫ জনকে নিয়োগ দেবে। আবেদনকারীর অবশ্যই এসএসসি পাস হতে হবে এবং ২ থেকে ৫ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকা আবশ্যক। আবেদনকারীর বয়সসীমা ২২ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন এবং কর্মস্থল দেশের যেকোনো জায়গায় হতে পারে।
প্রতিষ্ঠানটি বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করবে। এছাড়া প্রার্থীকে টি/এ, মোবাইল বিল, ভ্রমণ ভাতা এবং পারফরম্যান্স বোনাসের সুবিধা দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ তারিখ নির্ধারিত হয়েছে ১০ অক্টোবর।
আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে ক্লিক করুন এখানে।