ইস্টার্ন ব্যাংকে চাকরি, অভিজ্ঞতা ছাড়াই ৩১ হাজার টাকা বেতন
দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২৫, ২০:৩১ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ইস্টার্ন ব্যাংক পিএলসি সম্প্রতি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কার্ডস অ্যাকুইজিশন (কার্ড সেলস) বিভাগে ট্রেইনি অফিসার পদে জনবল নেবে। এখানে কতজন নেওয়া হবে তা নির্দিষ্ট করা হয়নি। আবেদনকারীদের ঢাকায় কাজ করতে হবে।
যোগ্যতা হিসেবে যে কোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলেই চলবে, পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন এবং বয়সসীমা নির্ধারিত নয়। ফলে নতুন গ্র্যাজুয়েটদের জন্য এটি হতে পারে ক্যারিয়ার শুরুর একটি বড় সুযোগ।
এই পদে নির্বাচিতদের মাসিক বেতন হবে ৩১ হাজার টাকা। পাশাপাশি উৎসব বোনাস, হাসপাতালে ভর্তি ও মাতৃত্বকালীন ভাতা, ছুটি এবং এইচআর নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়া যাবে। আগ্রহীরা আগামী ৫ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে ক্লিক করুন এখানে।