• ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

অভিজ্ঞতা ছাড়াই ইবিএলে চাকরির সুযোগ, বেতন ৩১ হাজার

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ণ
অভিজ্ঞতা ছাড়াই ইবিএলে চাকরির সুযোগ, বেতন ৩১ হাজার
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ইস্টার্ন ব্যাংক পিএলসি নতুন জনবল নিয়োগ দিচ্ছে। ব্যাংকটির কার্ডস অ্যাকুইজিশন (কার্ড সেলস) বিভাগে ‘ট্রেইনি অফিসার’ পদে লোকবল নেয়া হবে। আবেদনকারীর পূর্ব অভিজ্ঞতা লাগবে না, শুধু স্নাতক বা সমমানের ডিগ্রিই যথেষ্ট। নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন, এবং এখানে বয়সসীমাও বেঁধে দেওয়া হয়নি। কর্মস্থল নির্ধারিত রয়েছে রাজধানী ঢাকায়।
এই পদে যোগ দিলে প্রার্থীরা মাসিক ৩১ হাজার টাকা বেতন পাবেন। এর সঙ্গে থাকবে উৎসব বোনাস, মাতৃত্বকালীন ভাতা, হাসপাতালে ভর্তি সংক্রান্ত সুবিধা এবং ব্যাংকের এইচআর নীতিমালা অনুসারে আরও নানা সুযোগ। অর্থাৎ যারা ক্যারিয়ারের শুরুতে স্থিতিশীল বেতন এবং ব্যাংকিং সেক্টরে অভিজ্ঞতা অর্জনের সুযোগ খুঁজছেন, তাদের জন্য এটি হতে পারে চমৎকার সুযোগ।
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আগামী ৫ অক্টোবর পর্যন্ত। নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন সম্পন্ন না করলে প্রক্রিয়াটি আর গ্রহণ করা হবে না। তাই যোগ্য প্রার্থীদের যত দ্রুত সম্ভব আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে ক্লিক করুন এখানে