স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি নতুন মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগের জন্য সরাসরি সাক্ষাৎকারের আয়োজন করছে। প্রতিষ্ঠানটি কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই আগ্রহী প্রার্থীদের সুযোগ দিচ্ছে। সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ১৭, ২৪ ও ২৫ অক্টোবর। নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন।
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে, তবে বিজ্ঞান বিষয় সম্পর্কিত এইচএসসি পাশ থাকা আবশ্যক। এছাড়া বাংলা ও ইংরেজিতে সাবলীল যোগাযোগ দক্ষতা থাকা প্রয়োজন। বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর এবং চাকরিটি ফুলটাইম। কর্মস্থল দেশের যে কোনো স্থানে হতে পারে।
বেতন ও অন্যান্য সুবিধা প্রতিষ্ঠান নির্ধারণ করবে। স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এই পদে যোগদানকারী প্রার্থীদের জন্য পেশাগত উন্নয়ন এবং নানান অতিরিক্ত সুবিধা নিশ্চিত করছে। আগ্রহীরা নির্ধারিত তারিখে সাক্ষাৎকারে অংশ নিয়ে এই সুযোগ কাজে লাগাতে পারবেন।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।