দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। কোম্পানিটি ড্রাইভার (পিকআপ/ডেলিভারি ভ্যান) পদে নতুন কর্মী নিয়োগ করবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ৭ অক্টোবর ২০২৫ পর্যন্ত।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৫ জন ড্রাইভার নিয়োগ দেওয়া হবে। আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণি পাস হতে হবে; তবে এসএসসি বা এইচএসসি পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন। শর্ত হিসেবে থাকতে হবে বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং লং রুটে গাড়ি চালানোর কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা। বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ২২ থেকে ৪০ বছর। শুধু পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
চাকরিটি হবে ফুলটাইম এবং কর্মস্থল হতে পারে দেশের যেকোনো স্থানে। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। পাশাপাশি থাকবে টি/এ, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, লাভের ভাগ, প্রভিডেন্ট ফান্ড, বিমা, বার্ষিক ইনক্রিমেন্ট ও দুটি উৎসব বোনাসসহ নানা সুবিধা। ওয়ালটনের নীতিমালা অনুযায়ী এসব সুবিধা প্রযোজ্য হবে।
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।