বাবুগঞ্জের ছয়টি ইউনিয়নের শিক্ষার্থীদের নিয়ে গঠন করা হয় “স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাবুগঞ্জ”। শিক্ষা, সেবা ,একতার সংগঠন স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাবুগঞ্জরে নব নির্বাচিত কমিটি ঘোষণা করা হয় গত (৩০ আগস্ট) রবিবার। সংগঠনের সভাপতি নির্বাচিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী খালিদ হাসান নাঈম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয় শেরে বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থী সাগর হোসেন।
সংগঠনটি করোনা মহামারীর শুরু থেকেই বাবুগঞ্জ সহ এর আশে পাশের এলাকায় বিনামূল্যে অক্সিজেন সেবা দিয়ে আসছে । এছাড়াও করোনা সর্তকতা ও সচেতনতা মূলক ক্যাম্পেইন, লিফলেট বিতরণ ও মাস্ক বিতরন করে আসছে । মুজিব বর্ষ উপলক্ষে বিভিন্ন যায়গায় বৃক্ষ রোপণ করেছে। সংগঠনের অন্যান্য নির্বাচিত পদে রয়েছে সহ সভপতি সৌমিত কান্তি দাস, রেদওয়ান হাবিব সিয়াম, ওমর ফারুক। যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন , ফজলে রাব্বি, সাইফুল ইসলাম।
সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান মাসুদ, ছাব্বির হাসান । দপ্তর সম্পাদক আবু তালিব, উপ দপ্ত সম্পাদক তানভির হাসান। পরিবেশ বিষয়ক সম্পাদক সিয়াম হাসান। সমাজসেবা সম্পাদক আশ্রাফুল ইসলাম। স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক সাদ ইসলাম সাকিব । আইন বিষয়ক সম্পাদক জিয়াদুল হক অনিক। তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান ছাব্বির । সংস্কৃতি বিষয়ক সম্পাদক সুপ্রিয়া দাস পিংকি । স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফরোজা আক্তার সুমনা ।
সংগঠনটির সভাপতি খালিদ হাসান নাঈম বলেন, আমরা তরুন, আমাদের রয়েছে শক্তি। আমরা ছাত্র , আমাদের রয়েছে মেধা । মেধা ও শক্তির সমন্বয় করে কাজ করব। সকলের সহযোগীতা , দোয়া , ভালোবাসা পেলে আমরা এ সংগঠন নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারবো। ইনশাআল্লাহ।