সুস্মিতা
সুস্মিতা বিহানে দেখেছি অনিমেষা নয়নে৷
যেমনি সূদর্শনা প্রসূন কেশেরুকা বিস্তৃত সুঘ্রাণ আজীবন৷
বিস্তৃত ঘ্রানের টানে কতোইনা শব্দ জেগে ওঠে হৃদয় পানে৷
হয়তো-বা কোনো এক শব্দ পৌঁছেযাবে সুনির্দিষ্ট স্থানে৷
কতোইনা ফুল এপার ওপার ফোঁটে, তোমারি মতো সুঘ্রানা ফুল আজন্মে কি আর জোটে?
মুখোশ্রী যেনো রহস্যময়ী মোনালিসার ছাপ,তারি ভিতরে সঙ্কোচতায় আঁকা পরাগায়নের অভাব৷
হ্যালির ধুমকেতুর মতো যেনো নয়নের মনি, দেখার আকাঙ্খায় বয়ে যায় হৃদয়ের ধ্বনি৷
আজি এই হৃদয়ের ধ্বনির অনুকূলে দাড়িয়ে বলেওঠি বিস্মিত কন্ঠে হায় সুস্মিতা৷
লেখকঃ
শিক্ষার্থী,
অমৃত লাল দে মহাবিদ্যালয়,বরিশাল
Post Views:
50