তুমি আসবে বলে
-মেহেদী মিসাদ
তুমি আসবে বলে
হাজার মুকুল ফুল হয়ে ঝরে।
তুমি আসবে বলে
শত ঢেউ তটে আশ্রে পড়ে।
তুমি আসবে বলে
রিমঝিম শব্দে অনবরত বৃষ্টি পড়ে।
তুমি আসবে বলে
শাদা বক দল বেধে আকাশে উড়ে।
তুমি আসবে বলে
নৌকার পালে বাতাসের গতি বাড়ে।
তুমি আসবে বলে
গায়কের গান মাতাল হয়ে ছুটে।
তুমি আসবে বলে
কবি তার কলমে মুক্তো ছুড়ে।
তুমি আসবে বলে
মুমূর্ষু রোগিতে নতুন প্রাণের সঞ্চার ঘটে।
তুমি আসবে বলে
শুকতারও মনের সুখে জ্বলে।
তুমি আসবে বলে
মেঘদলও দিশাহীন ছুটে চলে।
তুমি আসবে বলে
বাউল নতুন সুর তুলে।
তুমি আসবে বলে
মিছিলে স্লোগানের ঝড় বয়ে।
তুমি নেই বলে
জীবন মৃত্যুর অপেক্ষা করে।
লেখকঃ
শিক্ষার্থী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়।