করোনা মহামারী জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে প্রায় ১৮ মাস। এই দীর্ঘদিন যাবত ক্যাম্পাস বন্ধ থাকার কারনে প্রাণহীন হয়ে পড়া ক্যাম্পাসকে প্রাণবন্ত রেখেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)।
সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে করোনা পরিস্থিতিকে উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য তুলে ধরেছে সংগঠনটি।
ক্যাম্পাস বন্ধ থাকলেও বন্ধ হয়নি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম আর সেই কার্যক্রম গুলো সকলের মাঝে তুলে ধরতে কুবিসাস প্রতিজ্ঞবদ্ধ।
শিক্ষার্থীদের সবসময় সঠিক তথ্য দিয়ে পাশে থেকেছে প্রাণের সংগঠন। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও সংগঠনটি বিভিন্ন কর্মশালার আয়োজন করে নবীন সংবাদকর্মীদের দক্ষ করে তুলতে রেখেছে অসামান্য অবদান।
কুমিল্লা বিশ্ববিদ্যাল সাংবাদিক সমিতি ২০০৯ সালে যাত্রা শুরু করলেও ২০১৩ সালের ৬ ডিসেম্বর প্রশাসনিক অনুমোদন লাভ করে আনুষ্ঠানিক অভিষেক ঘটে।