পটুয়াখালীতে ১ হাজার ৮শ‘ ৪০ পিচ ইয়াবাসহ রাকিবুল ইসলাম মুরাদ (২৫) ও তার মা রাহিমা বেগম (৪৫) কে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা। গ্রেফতারকৃত মুরাদ টাউন জৈনকাঠী এলাকার খলিল মৃধার ছেলে এবং রাহিমা তার স্ত্রী।
সোমবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার টাউন জৈনকাঠী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে রাত দশটার দিকে জিজ্ঞাসাবাদ শেষে তাদের সদর থানায় হস্তান্তর করা হয়।
পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুরাদের ঘরের খাটের তোষকের নিচ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় রাতে মুরাদ ও তার মা রাহিমা বেগমকে আসামী করে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।