প্রেমিকের হাতে ধর্ষণ থেকে বাঁচতে নদীতে ঝাঁপ দিলো স্কুলছাত্রী
দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২১, ০২:২৭ পূর্বাহ্ণ
প্রতীকি ছবি
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক :
রাজবাড়ী জেলা শহরে প্রেমিকের সঙ্গে ঘুরতে যেয়ে ধর্ষণচেষ্টার শিকার হয়েছে এক স্কুলছাত্রী। এসময় নিজেকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেয় সে।
পরে স্থানীয়দের সহযোগিতায় অসুস্থ অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার(১২ সেপ্টেম্বর) এই ঘটনা ঘটে।
ওই ছাত্রী জানায়, ছয় মাস আগে ইব্রাহিমের সঙ্গে পরিচয় হয় তার। পরে প্রণয়ে আবদ্ধ হয় তারা। করোনা মহামারিতে স্কুল বন্ধ থাকায় তাদের দেখা হয়নি। সম্প্রতি স্কুল খুললে গত রোববার তারা দেখা করার সুযোগ পায়। স্কুলের ফাঁকে শহরের গোদার বাজার সংলগ্ন পদ্মা নদীর তীরে ঘুরতে যায় তারা। সেখানে একটি ইট ভাটার কাছে যেয়ে ইব্রাহিম ওই ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেয়। কিন্তু বার বার না করে দেওয়ার পর ইব্রাহিম জোরপূর্বক তার সঙ্গে ঘনিষ্ঠ হতে চাইলে নিজেকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেয় ভুক্তভোগী ওই ছাত্রী।
গতকাল সোমবার এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে অভিযুক্ত ইব্রাহিম খলিলের (১৭) বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলার পর ইব্রাহিমকে গ্রেপ্তার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। এরপরই অভিযান চালিয়ে আমরা আসামি ইব্রাহিম খলিলকে গ্রেপ্তার করি। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।