• ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২১, ০২:৩৪ পূর্বাহ্ণ
বরিশাল জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক :

বরিশালে জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল সোমবার এই কমিটির অনুমোদন দেন।

কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, পূর্ণাঙ্গ কমিটিতে ৪৮৭ জন স্থান পেয়েছেন।

২০১৮ সালে মাহাফুজুল আলম মিঠুকে সভাপতি, তারেক আল ইমরান সহসভাপতি, কামরুল আহসান সাধারণ সম্পাদক, তৌফিকুল ইসলাম ইমরান ও সোহেল রাড়িকে সাংগঠনিক সম্পাদক করে পাঁচ সদস্যের কমিটিকে অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল। সেই কমিটি গঠনের তিন বছর পর ৪৮৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন হলো।