• ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

“হারাতে চাইনা” – নূর পরী

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২১, ২৩:৪৫ অপরাহ্ণ
“হারাতে চাইনা” – নূর পরী
সংবাদটি শেয়ার করুন...

হারাতে চাইনা
-নূর পরী


অসম্ভব অশ্রু দিয়ে লেখা এই গান,
অবিরাম বর্ষন সে তো তোমার দান!

তুমি যা ই দিয়েছো প্রিয়
দিয়েছো জীবন ভরিয়ে।
আমি চাইবোনা কখনো যেতে
তোমায় ছাড়িয়ে।

তুমি যতো সুখ দিয়েছো প্রিয়
দিয়েছো আমার পৃথিবী ভরিয়ে
আমি চাইবোনা কখনো যেতে হাড়িয়ে।

তুমি যতো সুর দিয়েছো প্রিয়
আমি অনুমতি বিনা গাহিবোনা কখনো।
তুমি যতো ভালবাসা দিয়েছো প্রিয়
আমি চাইনা সে ভালবাসা হারাতে।