• ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আক্রান্ত আরও ১৬৩ জন হাসপাতালে ভর্তি

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২১, ২১:২৪ অপরাহ্ণ
ডেঙ্গুতে আক্রান্ত আরও ১৬৩ জন হাসপাতালে ভর্তি
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক : 

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৬৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে রাজধানীতে ১৪০ জন এবং রাজধানীর বাইরে ২৩ জন হাসপাতালে ভর্তি আছেন।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

নতুন আক্রান্ত ১৬৩ জন নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ২২৮ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫৭ জনের মৃত্যু হয়েছে।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ১৯১ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে, ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯৮৮ জন ও দেশের অন্যান্য বিভাগগুলোতে ২০৩ জন রোগী ভর্তি আছেন।

চলতি মাসে এ পর্যন্ত মোট ৪ হাজার ৮৭২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগস্ট মাসে ৭ হাজার ৬৯৮ জনের, জুলাই মাসে ২ হাজার ২৮৬ জনের, জুন মাসে ২৭২ জনের এবং মে মাসে ৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।