• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ফের বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২০, ১৯:২০ অপরাহ্ণ
ফের বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক ‍॥
মারণভাইরাস করোনার হানায় বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থা। করোনা মহামারি শুরু হওয়ার পর থেকেই বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এমন অবস্থায় শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে না ফেলতে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর চিন্তাভাবনা করছে শিক্ষা মন্ত্রণালয়। এতে বলা যায়, আবারো বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি।

নতুন করে আরো কতদিন ছুটি বাড়ানো হবে সে বিষয়ে মন্ত্রণালয়ের টেকনিক্যাল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঘোষণা দেয়া হবে বলে জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল গণমাধ্যমকে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি কতদিন বাড়ানো হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি, টেকনিক্যাল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ছুটি বাড়ানো হবে।