কবিতা চর্চায় এ দুর্যোগ কাটাতে মরিয়া হয়ে সক্রিয় বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদ। এই উদোগের অংশ হিসেবে আজ রোববার(১২ডিসেম্বর) সন্ধ্যায় বরিশালে অয়োজন করা হয়েছে কবিতা আবৃত্তি সন্ধার। এ ধরনের উদ্যোগে অনুষ্ঠান হতো ১৯৭৪ সালে। আজকের কবিতা আবৃত্তির মহতী আয়োজনে প্রধান অতিথি থাকবেন বিসিসি সফল মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। অনুষ্ঠান উদ্বোধন করবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক বিএম কলেজের সাবেক অধ্যক্ষ ইমানুল হাকিম এবং সদস্য সচিব রত্না সাহা।
‘উচ্চ কন্ঠে উচ্চারো আজ মানুষ মহীয়ান’ এ প্রতিপাদ্য নিয়ে প্রায় অর্ধ শতবছর পর আজ রোববার(১২ডিসেম্বর) আবার কবিতায় মুখরিত হবে বরিশাল। সূচনা সন্ধ্যা ৬:৩০ মিনিট, স্থান: কালীবাড়ি রোডের জগদীশ সরস্বত গালর্স স্কুল ও কলেজ প্রাঙ্গন। এ আয়োজনে অংশ নেবে বরিশাল বিভাগের সবকটি জেলা।