• ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

জীবনানন্দ দাসের প্রয়ান দিবস আজ, জীবদ্দশায় ছিলেন অবহেলিত

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ২২, ২০২০, ০৮:৪৩ পূর্বাহ্ণ
জীবনানন্দ দাসের প্রয়ান দিবস আজ, জীবদ্দশায় ছিলেন অবহেলিত
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেক্স:

বাংলা কবিতার ভুবন জুড়ে প্রকৃতি-প্রেমে জীবননান্দ দাসের পথচলা। রোদ, বৃষ্টি বা জোৎস্না রাতের সৌন্দর্য, ঘাস-পাখি, নদী-সাগর, বাংলার রুপে বিমুগ্ধ কবি পৃথিবীর রুপ দেখিয়াছেন এই বাংলায় তিনি জীবননান্দ দাস, রুপসী বাংলার কবি। বাংলা কবিতা পাঠকের হৃদয় জুড়ে রয়েছেন জীবনানন্দ। কালজয় করে এখনো মুখে মুখে তার অংসখ্য কবিতা। আজ তার প্রয়াণ দিবস। তাঁর জীবন কেটেছে অবহেলা-অনটনে।

ছোট বেলা গদ্য লেখায় মন ছিল নির্জনতম কবি,জীবননান্দ দাসের । ২০ বছর বয়সে নিজেকে খুঁজে পান। হয়ে উঠেন কবি। তবে তার প্রথম কাব্যগ্রন্থ  ‘ঝরা পালক’ প্রকাশের পর দুর্বোধ্য বলে অভিযুক্ত হন। মনে শঙ্কা জাগে, তাই নিভৃতচারী বাউণ্ডুলে হয়ে ঘুরে ফিরেন নানা স্থানে। বার বার চাকরী ছাড়া, অভাব অনটনে ইতিটেনেছেনে সংসারের।

তবুও জোৎসনা রাতে, নদী নালা, পতঙ্গদের সাথে হাজার বছর বাঁচতে চেয়েছেন এই বাংলায়। ক্ষণজন্মা জীবনানন্দ, আজকের দিনে, ১৯৫৪ সালের ২২ অক্টোকবর ট্রাম দুর্ঘটনায় আথবা আত্মহত্যায় চলে যান না ফেরার দেশে। ১৮৯৯ সালের ১৩ই ফেব্রুয়ারি কবির জন্ম বরিশালে।