• ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

‘বুদ্ধুর বুদ্ধি’ -আব্দুল্লাহ কাফি

দখিনের সময়
প্রকাশিত মে ৬, ২০২২, ২০:৩২ অপরাহ্ণ
‘বুদ্ধুর বুদ্ধি’ -আব্দুল্লাহ কাফি
সংবাদটি শেয়ার করুন...

বুদ্ধুর বুদ্ধি

-আব্দুল্লাহ কাফি


বুদ্ধু তার অনেক বুদ্ধি,
বুদ্ধি কাজে লাগে না।
মাথা ভর্তি বুদ্ধি তার,
রাতে ঘুম আসে না।
বুদ্ধি তার এতই বেশি,
মানুষ ভালবাসে না।
বুদ্ধি তার প্রচুর এত,
বুদ্ধি মাথায় থাকে না।
বুদ্ধিজীবী পীর সে,
কোন মুরিদ মানে না।
বুদ্ধু তার এমনই বুদ্ধি,
কোন কাজে লাগে না।