আলম রায়হান ॥
রাজধানীর অত্যন্ত গুরুত্বর্পূণ সংসদীয় এলাকা ঢাকা-১৮ উপ-নির্বাচনের সময় যত ঘনীয়ে আসছে ততই আলোচনা জমে উঠছে নানান আলোচনা । প্রধান আলোচনার বিষয়, কে হচ্ছেন ঢাকা-১৮ আসনের সংসদ উপ-নির্বাচনের আওয়ামী লীগের প্রার্থী। অতীত-বর্তমান-ভবিষ্যৎ বিবেচনায় আওয়ামী লীগ প্রধান রাষ্ট্রনায়ক শেখ হাসিনা কাকে দেবেন দলের মনোনয়ন- এ আলোচনা এখন বিশাল উত্তরা এলাকায় মানুষের মুখেমুখে। এ আলোচনার কেন্দ্রে রয়েছেন হাবিব হাসান।
প্রায় ২০ জন সক্রিয় ঢাকা-১৮ আসনেসর উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন লাভের প্রত্যাশায়। ঢাকা-১৮ আসনের তুরাগ, দক্ষিণখান, উত্তরখান, ডুমনী, ভাটারা, উওরাপুর্ব ও উত্তরা, খিলক্ষেত থানা এলাকার সিমানাগুলো নিয়ে নির্বাচনী সংসদীয় আসন। নির্বাচনী আলোচনা ঘিরে চলছে যার যার প্রার্থীর কর্মীদের পক্ষের প্রচারনা। ফেসবুকে, চা দোকানে, রাস্তার পয়েন্টে, আলাদা আলাদা সিন্টিকেট হচ্ছে প্রার্থীর কর্মী সমর্থক। ঢাকা-১৮ আসনের মাঠের রাজনীতিতে আলহাজ্ব মোঃ হাবিব হাসান এর জনপ্রিয়তা শীর্ষে রয়েছে। উত্তরাসহ ঢাকা-১৮ আসনের প্রতিটি এলাকায় তার কর্মী ও সমর্থক আছে। মসজিদ মাদ্রাসা কমিটির ও সামাজিক সংগঠনের লোকজন হাবিব হাসান এর প্রতি ভরসা করছেন।
দুটি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী এ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুর কারণে ঢাকা-১৮ আসনটি শূন্য হয়েছে। এ অবস্থায় ঘুরে ফিরে এলাকাবাসীর আলোচনায় আসছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক আলহাজ্ব হাবিব হাসান। সামরিক শাসক এরশাদ এবং জামাত-বিএনপি সরকারের বৈরী শাসন আমলে উত্তরায় আওয়ামী লীগের রাজনীতিতে অতুলনীয় অবদান রেখেছেন আলহাজ্ব হাবিব হাসান। পারিবারিক ধারাবাহিকতা এবং মেধা-পরিশ্রম-আনুগত্য দিয়ে রাজনীতি এবং সমাজ সেবায় হাবিব হাসান নিজেকে এক উজ্জ্বল উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তার র্দীঘ পথচলায়। চলমান করোনাকালেও তিনি মানুষের পাশে সক্রিয় রয়েছেন। ত্রান বিতরণ করছেন নিজস্ব অর্থায়নে। যেমনটি করছেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
দৈনিক দখিনের সময়-এর সাথে আলাপকালে আলহাজ্ব হাবিব হাসান বলেন, রাজনীতিতে মানুষের ভালোবাসা একটি মুখ্য বিষয়। এ ভালোবাসা পুরোটাই পেয়েছি। তিনি বলেন ত্রিশ বছরের অধিক সময় দলের সুখে দুঃখে মাঠে কাজ করে যাচ্ছি। নিজের আর চাওয়া পাওয়ার কিছুই নেই। যতটা সম্ভব মানুষ ও মানবতার সেবায় নিজেকে বিলিয়ে দিতে পারলেই জীবনের স্বার্থকতা। সবার ভালবাসায় বেঁচে থাকতে চাই- দৈনিক দখিনের সময়-এর সঙ্গে বললেন নিবেদিত প্রাণ রাজনীতির সমাজ সেবক আলহাজ্ব হাবিব হাসান।