• ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ফুল দিয়ে ভালোবাসা

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২১, ২২:০৮ অপরাহ্ণ
ফুল দিয়ে ভালোবাসা
সংবাদটি শেয়ার করুন...

ফুল দিয়ে ভালোবাসা
মহিউদ্দিন বিন্ জুবায়েদ

ভালোবাসার দিবস নেই তো
নেই তো কোন ক্ষণ..
ভালোবাসার জন্য চাই যে
সুস্থ একটি মন।

ফুল দিয়ে তো ভালোবাসা
ক্ষণিক আস্ফালন..
হৃদয় দিয়ে হৃদয়টারে
বাঁধো সকল জন।

ভালোবাসো মা বাবাকে
বিশ্ব করতে জয়..
ভালোবাসো ভাই বোনেতে
দিবস চিনে নয়।

ভালোবাসা দিনগুণে নয়
প্রতিদিনে রাত..
ভালোবাসা বিলায় দেখো
আকাশের ওই চাঁদ।