• ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

জামিন পাননি সাংবাদিক পেটানো সরকারি ২ কর্মচারী

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০২২, ১৯:০৭ অপরাহ্ণ
জামিন পাননি সাংবাদিক পেটানো সরকারি ২ কর্মচারী
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক:

রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার দুই আসামির জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪এর বিচারক মোহাম্মদ ফয়সাল তারেক জামিন আবেদন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গতকাল রোববার রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) রেস্ট হাউস থেকে বিএমডিএর ভাণ্ডাররক্ষক মো. জীবন ও গাড়িচালক আবদুস সবুরকে গ্রেপ্তার করে পুৃলিশ।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, আসামিদের রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ তোলা হয়েছিল। সেখানে আসামিপক্ষের আইনজীবী আসাদুল ইসলাম জামিন আবেদন করেন। তবে আদালতের বিচারক মোহাম্মদ ফয়সাল তারেক জামিন আবেদন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠান।