• ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

আমি আর আগের মতো নেই: নাবিলা

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২২, ০৭:১৬ পূর্বাহ্ণ
আমি আর আগের মতো নেই: নাবিলা
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক:

চার বছরের দাম্পত্যজীবনে নাবিলার এক কন্যাও আছে। স্বামীর সঙ্গে বিচ্ছেদের কোনো গুঞ্জন শোনা যায়নি অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার। নিজেও ঘোষণা দেননি কখনো। অথচ স্বামী রিমকে বলতে শোনা গেল ‘আমি তোমাকে চিনি না।’

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে স্বামী রিমকে উদ্দেশ করে এ কথা বলতে শোনা যায় নাবিলাকে। কী এমন হলো যে স্বামীকে চিনছেনই না নাবিলা! স্বামীকে উদ্দেশ করে নাবিলা বলেন, ‘আমি আর আগের মতো নেই। আমি তোমাকে চিনি না। ’

ভিডিওটিতে নাবিলার কথা শুনে রিমকে বেশ হতবাক অবস্থায় দেখা যায়। ভিডিওটি দেখে নেটিজেনরাও বেশ অবাক হয়েছেন। নাবিলা ও তার স্বামীর আলোচিত এ ভিডিওটি এরই মধ্যে বেশ কৌতূহল সৃষ্টি করেছে। ২০১৮ সালের ২৬ এপ্রিল বিয়ে করেন ‘আয়নাবাজি’ খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। পূর্বপরিচিত ব্যাংকার জোবাইদুল হক রিমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। অনুষ্ঠানে ছিলেন আত্মীয়-স্বজন, বন্ধুসহ ঢালিপাড়ার অনেকে।