Home অন্যান্য ইসলাম তওবা করি রবের কাছে মাগফিরাতের দিনে

তওবা করি রবের কাছে মাগফিরাতের দিনে

ইমরান হোসাইন ॥

রোজা শব্দের অর্থ ‘বিরত থাকা’। আরবিতে এর নাম সাওম, বহুবচনে সিয়াম। যার প্রথম ভাগ আল্লাহর রহমত, মধ্যভাগে গুনাহের মাগফিরাত এবং শেষভাগে দোযখের আগুন থেকে নাজাত রয়েছে। রমজানের দ্বিতীয় দশক শুরু হলো।

হাদিস শরীফে উল্লেখ রয়েছে ক্ষমা ও মার্জনা প্রার্থনার জন্য এই দশ দিন বিশেষ গুরুত্বপূর্ণ। প্রথম দশ দিনে যারা আল্লাহর রহমতে নিমগ্ন ছিলেন তারা এখন প্রস্তুতি নিচ্ছেন মাগফিরাত ও নাজাতের জন্য। আমরা কি রহমতের বারিধারায় নিজেকে সিক্ত করতে পেরেছি? রোজা, পবিত্র কোরআন তেলাওয়াত, তারাবি, তাহাজ্জুদ, দান-সদকা, তওবা ও ইস্তেগফার এর মাধ্যমে পাপ ক্ষমা করানোর সুবর্ণ সুযোগ পবিত্র মাহে রমজান।

পবিত্র কুরআনে এরশাদ রয়েছেঃ ” তারা যতক্ষণ ক্ষমা প্রার্থনা করতে থাকবে আল্লাহ কখনো তাদের উপর আযাব দেবেন না “। ( সূরা আল- আনফাল-৩৩) আল্লাহ তা’আলা বলেন ঃ “আর তিনিই তাঁর বান্দাদের তওবা কবুল করেন ও পাপ গুলো ক্ষমা করে দেন “। ( সূরা আশ শূয়াবা-১৫) মহান আল্লাহ্‌র বাণীঃ “হে মু’মিনগন! তোমাদের জন্য সিয়াম ফরয করা হল, যেমন ফরয করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা মুত্তাকী হতে পার।” (আল-বাকারাহঃ ১৮৩) সাহল (রাঃ) থেকে বর্ণিতঃ নবী( সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেনঃ জান্নাতে রাইয়্যান নামক একটি দরজা আছে। এই দরজা দিয়ে সাওম পালনকারীরা প্রবেশ করবে।

তাদের ব্যতীত আর কেউই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। ঘোষণা দেয়া হবে সাওম পালনকারীরা কোথায়? তখন তারা দাঁড়াবে এবং প্রবেশ করবে, তাদের প্রবেশের পর দরজা বন্ধ করে দেয়া হবে। (সহীহ বুখারী-১৮৯৬) আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ সিয়াম ঢাল স্বরূপ। সুতরাং অশ্লীলতা করবে না এবং মূর্খের মত কাজ করবে না। যদি কেউ তার সাথে ঝগড়া করতে চায়, তাকে গালি দেয়, তবে সে যেন দুই বার বলে, আমি সওম পালন করছি। ঐ সত্তার শপথ, যার হাতে আমার প্রাণ, অবশ্যই সওম পালনকারীর মুখের গন্ধ আল্লাহ্‌র নিকট মিসকের সুগন্ধির চাইতেও উৎকৃষ্ট, সে আমার জন্য আহার, পান ও কামাচার পরিত্যাগ করে। সিয়াম আমারই জন্য। তাই এর পুরস্কার আমি নিজেই দান করব।

আর প্রত্যেক নেক কাজের বিনিময় দশ গুণ।(সহীহ বুখারী-১৮৯৪) সারাবিশ্ব আজ মহামারী করোনার সাথে যুদ্ধ করতে করতে অনেকটাই ক্লান্ত। প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত ও মারা যাচ্ছে। আসুন করোনা মহামারীর এই সময়ে মাগফিরাতের এই দশককে কাজে লাগিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার চেষ্টা করি। এই দশকে আল্লাহ আমাদের ক্ষমা করে দিন। আমিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

তীব্র গরমের মধ্যেই শিলাবৃষ্টির আভাস

দখিনের সময় ডেস্ক: দেশজুড়ে চলছে হিট অ্যালার্ট। রৌদে অতিষ্ঠ জনজীবন। এর মধ্যেই শিলাবৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের। দেশের সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি এবং কোথাও...

ভোলায় বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ অনুষ্ঠিত

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলায় বৃষ্টির জন্য জাতীয় উলামায়ে মশায়েখ আম্মা পরিষদের পক্ষ থেকে সালাতুল ইস্তিস্কার নামাজ আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় ভোলা...

আমার লাশটি কাদের ভাইকে উৎসর্গ করে গেলাম

পদ্মা ব্রিজ হওয়ার আগে বরিশাল-ঢাকা করতাম লঞ্চে। সেই পাট চুকে গেছে। নৌ-পথের পাট চুকিয়ে এখন সড়ক পথই ভরসা। সরকারি লোকদের ফ্রিস্টাইল দুর্নীতি এবং মালিকপক্ষের...

আনু মুহাম্মদের পায়ে আবারও অস্ত্রোপচার করা হবে

দখিনের সময় ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আনু মুহাম্মদের পায়ে আবারও অস্ত্রোপচার করা হবে বলে জানা গেছে। আগামী সপ্তাহে এই অস্ত্রোপচার করা হবে।...

Recent Comments