• ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

তওবা করি রবের কাছে মাগফিরাতের দিনে

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ২৫, ২০২১, ২০:০৪ অপরাহ্ণ
তওবা করি রবের কাছে মাগফিরাতের দিনে
সংবাদটি শেয়ার করুন...

ইমরান হোসাইন ॥

রোজা শব্দের অর্থ ‘বিরত থাকা’। আরবিতে এর নাম সাওম, বহুবচনে সিয়াম। যার প্রথম ভাগ আল্লাহর রহমত, মধ্যভাগে গুনাহের মাগফিরাত এবং শেষভাগে দোযখের আগুন থেকে নাজাত রয়েছে। রমজানের দ্বিতীয় দশক শুরু হলো।

হাদিস শরীফে উল্লেখ রয়েছে ক্ষমা ও মার্জনা প্রার্থনার জন্য এই দশ দিন বিশেষ গুরুত্বপূর্ণ। প্রথম দশ দিনে যারা আল্লাহর রহমতে নিমগ্ন ছিলেন তারা এখন প্রস্তুতি নিচ্ছেন মাগফিরাত ও নাজাতের জন্য। আমরা কি রহমতের বারিধারায় নিজেকে সিক্ত করতে পেরেছি? রোজা, পবিত্র কোরআন তেলাওয়াত, তারাবি, তাহাজ্জুদ, দান-সদকা, তওবা ও ইস্তেগফার এর মাধ্যমে পাপ ক্ষমা করানোর সুবর্ণ সুযোগ পবিত্র মাহে রমজান।

পবিত্র কুরআনে এরশাদ রয়েছেঃ ” তারা যতক্ষণ ক্ষমা প্রার্থনা করতে থাকবে আল্লাহ কখনো তাদের উপর আযাব দেবেন না “। ( সূরা আল- আনফাল-৩৩) আল্লাহ তা’আলা বলেন ঃ “আর তিনিই তাঁর বান্দাদের তওবা কবুল করেন ও পাপ গুলো ক্ষমা করে দেন “। ( সূরা আশ শূয়াবা-১৫) মহান আল্লাহ্‌র বাণীঃ “হে মু’মিনগন! তোমাদের জন্য সিয়াম ফরয করা হল, যেমন ফরয করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা মুত্তাকী হতে পার।” (আল-বাকারাহঃ ১৮৩) সাহল (রাঃ) থেকে বর্ণিতঃ নবী( সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেনঃ জান্নাতে রাইয়্যান নামক একটি দরজা আছে। এই দরজা দিয়ে সাওম পালনকারীরা প্রবেশ করবে।

তাদের ব্যতীত আর কেউই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। ঘোষণা দেয়া হবে সাওম পালনকারীরা কোথায়? তখন তারা দাঁড়াবে এবং প্রবেশ করবে, তাদের প্রবেশের পর দরজা বন্ধ করে দেয়া হবে। (সহীহ বুখারী-১৮৯৬) আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ সিয়াম ঢাল স্বরূপ। সুতরাং অশ্লীলতা করবে না এবং মূর্খের মত কাজ করবে না। যদি কেউ তার সাথে ঝগড়া করতে চায়, তাকে গালি দেয়, তবে সে যেন দুই বার বলে, আমি সওম পালন করছি। ঐ সত্তার শপথ, যার হাতে আমার প্রাণ, অবশ্যই সওম পালনকারীর মুখের গন্ধ আল্লাহ্‌র নিকট মিসকের সুগন্ধির চাইতেও উৎকৃষ্ট, সে আমার জন্য আহার, পান ও কামাচার পরিত্যাগ করে। সিয়াম আমারই জন্য। তাই এর পুরস্কার আমি নিজেই দান করব।

আর প্রত্যেক নেক কাজের বিনিময় দশ গুণ।(সহীহ বুখারী-১৮৯৪) সারাবিশ্ব আজ মহামারী করোনার সাথে যুদ্ধ করতে করতে অনেকটাই ক্লান্ত। প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত ও মারা যাচ্ছে। আসুন করোনা মহামারীর এই সময়ে মাগফিরাতের এই দশককে কাজে লাগিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার চেষ্টা করি। এই দশকে আল্লাহ আমাদের ক্ষমা করে দিন। আমিন