• ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

আব্দুল জব্বার কলেজ ছাত্রলীগের উদ্যেগে বৃক্ষ রোপন

দখিনের সময়
প্রকাশিত জুলাই ৩০, ২০২০, ০৭:০৬ পূর্বাহ্ণ
আব্দুল জব্বার কলেজ ছাত্রলীগের উদ্যেগে বৃক্ষ রোপন
সংবাদটি শেয়ার করুন...

আবুল হাসনাত নবীন, ক্যাম্পাস রিপোর্টার ‍॥

ভোলার সরকারি আব্দুল জব্বার কলেজ ছাত্রলীগের উদ্যেগে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ”মুজিব শতবর্ষ” ‘মুজিব বর্ষে’র  সারাদেশে বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়। এ সময় কলেজ ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় গাছ লাগানো হয়েছে।

‘গাছ লাগাই, জীবন বাঁচাই’ এই স্লোগানকে সামনে রেখে স্বাস্থ্যবিধি মেনে কলেজ ক্যাম্পাস ও স্থানীয় তালুকদার হাট ব্রীজের চারপাশে ফলজ, বনজ এবং ঔষধি শতাধিক গাছের চারা রোপণ করা হয়েছে। কর্মসূচির উদ্ভোধন করেন কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান বাপ্পি ও সহ সভাপতি আরিফুল ইসলাম আরিফ।

এ অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃক্ষ আমাদের জীবন বাঁচায়। তাই আমাদের উচিত বেশি বেশি বৃক্ষ রোপন করা।এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান বক্তারা।