পটুয়াখালীর বাউফলে পূর্ব বিরোধের জের ধরে এক ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর জখম করে নগদ টাকা সহ মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মসজিদের সামনে ওই ঘটনা ঘটে।
বাউফলে উপজেলার মদনপুরা ইউপির মাসুদ মৃধার সাথে প্রতিবেশি নাসির উদ্দিন মৃধার সাথে পূর্ব বিরোধ চলছিল। ঘটনার দিন বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে দিয়ে মাসুদ মৃধা বাড়িতে যাওয়ার পথে তার গতিরোধ করে ইপ্তেকার নামের এক যুবক। মুহুর্তেই কেশবপুর ইউপির মৃত দলিল উদ্দিনের ছেলে জহিরুল ইসলাম, মদনপুরা ইউপির সুলতান মৃধার ছেলে নাসির উদ্দিন মৃধা, আবুল মৃধার ছেলে মো. রাকিব হোসেন ও আবদুস সালাশ শরীফের ছেলে রিয়াজ হোসেন মাসুদের উপর ঝাপিয়ে পড়ে। ওই সময়ে তারা মাসুদকে লোহার পাইপ ও লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে বরিশাল বাউফলের মহা সড়কের উপর ফেলে চলে যায়। ডাক চিৎকারে স্থানীয় ব্যবসায়ীরা আহতকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাক্তার জানান, তার শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। প্রাথমিক চিকিৎস্যা দিয়ে হাসপাতালে ভর্তী রাখা হয়েছে। অভিযোগের বিষয়ে জহিরুল ইসলাম ও নাসির উদ্দিন জানান, সে (মাসুদ) একটি প্রতারক। ঘটনার সাথে তারা জড়িত ছিলেন না। বাউফল থানার ওসি সুনিত কুমার গাইন জানান, ওই ঘটনায় আহত মাসুদ মৃধার স্ত্রীর একটি লিখিত অভিযোগ পেয়েছি; তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।